ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব গৃহীত

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 13:11:32

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর এক নির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়। ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন এসব তথ্য জানান।

সাদ্দাম হোসেন বলেন, ‘ডাকসুর প্রস্তাব অনুযায়ী ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। নির্বাহী সভার অ্যাজেন্ডা অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করেছেন ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন। একই সঙ্গে ডাকসুর গঠনতন্ত্রে এ সম্পর্কিত ধারা সংযোজন ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুনে এটি সন্নিবেশ করার আহ্বান জানানো হয়।’

এ ব্যাপারে ডাকসু সভাপতি ও উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতিক চর্চা এখানে করার সুযোগ নাই সেজন্য ডাকসু তাদের অনুপ্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়কে আরও যত্মশীল এবং এসব কার্যক্রমকে আইন প্রয়োগ করে নিষিদ্ধের দাবি জানিয়েছে। আমরা সেটা সানন্দে গ্রহণ করেছি এবং এটা গুরুত্বসহকারে আমাদের সিন্ডিকেট সভায় আলোচনা হবে।’

ডাকসুর এ নির্বাহী সভায় উপস্থিত ছিলেন না জিএস গোলাম রাব্বানী। জিএসের অনুপস্থিতির কারণ জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, ‘এটা নিয়ে কথা না বলাটায় ভালো। তার ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে।’

উল্লেখ্য, দুর্নীতি, চাঁদাবাজি এবং নানা অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয় গোলাম রাব্বানীকে। চৌদ্দ দিন অতিবাহিত হলেও তিনি ক্যাম্পাসে আসেননি।

এ সম্পর্কিত আরও খবর