আগামী সপ্তাহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চালু হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত স্মার্টফোন অ্যাপসভিত্তিক জোবাইক সেবা 'চক্কর'।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রাথমিকভাবে ৩০টি সাইকেল নিয়ে আসা হয়েছে ক্যাম্পাসে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ‘চক্কর’ চালু হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক শামস-ই নোমান।
তিনি বলেন, ‘শুরুর দিকে ১০০টি সাইকেল নিয়ে এ সেবা চালু হবে। ইতোমধ্যে ৩০টি সাইকেল নিয়ে এসেছি। বাকি সাইকেলগুলোও এসে পড়বে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে জোবাইক সেবা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেবো।’
ক্যাম্পাসে জোবাইক সেবা 'চক্কর' চালু করা ডাকসু’র পরিবহন সম্পাদক শামস ই নোমানের অন্যতম প্রধান ইশতেহার ছিল। এর আগে টানা দুই দফা উদ্বোধন করার কথা থাকলেও তা করতে পারেননি পরিবহন সম্পাদক।
জোবাইক হচ্ছে এক ধরণের মোবাইল অ্যাপসভিত্তিক সেবা। এটির জন্য শিক্ষার্থীদের আলাদা একটি একাউন্ট খুলতে হবে। আর সেটির মাধ্যমে এ সেবা নিতে হবে।