দ্রুত ভিসি নিয়োগের দাবি বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ | 2023-08-10 21:33:36

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দ্রুত নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

একই সঙ্গে পদত্যাগকারী উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের সব দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের সহযোগীদেরও বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগে আনন্দ-উল্লাসকালে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

এদিকে উপাচার্য পদত্যাগ করায় আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থী মো. আল গালিব উপাচার্য পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার নূর উদ্দিন আহম্মেদ জানান, আন্দোলন স্থগিত হবার পরও শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ের উপর বিশেষ নজর দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর