কুবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৬৫ শিক্ষার্থী

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 02:24:35

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৬৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য (কারিগরি) সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. তোফায়েল আহমেদ জানান, এবার 'এ' ইউনিটে ২৬ হাজার ৯৭৫ জন, 'বি' ইউনিটে ২৮ হাজার ২৯৫ জন ও 'সি' ইউনিটে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট এক হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৮ হাজার ৭৭ জন।

'এ' ইউনিটে আসন সংখ্যা ৩৫০। এতে প্রতি আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ৭৮ জন। 'বি' ইউনিটে ৪৫০টি আসনের প্রতিটির বিপরীতে ৬২ জন এবং 'সি' ইউনিটে ২৪০টি আসনের প্রতিটির বিপরীতে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।


২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৮ নভেম্বর। সকাল ১০টায় 'এ' ইউনিট, বিকেল ৩টায় 'বি' ইউনিট এবং পরদিন ৯ নভেম্বর সকাল ১০টায় 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহের সময়সূচি ও আসন বিন্যাস সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে।

ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.cou.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়াও হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও ভর্তি পরীক্ষার সব তথ্য পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর