বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি-ফুটেজ গায়েবের অভিযোগ ওঠে শেরে বাংলা হল প্রশাসনের বিরুদ্ধে। এদিকে সিসিটিভি-ফুটেজ দেখার দাবিতে হল প্রভোস্ট কক্ষ অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৮ অক্টোবর) দুপুরে হত্যাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ দেখার দাবিতে হল অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে, আবরারকে প্রথমে শারীরিক নির্যাতন করে পরে সিড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মিহি নামের এক শিক্ষার্থী বলেন, আমরা সিসিটিভি ফুটেজের জন্য প্রভোস্টের রুম অবরুদ্ধ করে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের সিসিটিভি ফুটেজ দেখানো হবে আমরা এই জায়গা ছাড়ব না।
সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদ মুজাহিদের রহস্যজনক মৃত্যু হয়। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবরারকে হলের সিড়িতে পড়ে থাকতে দেখা যায়। সকালে কয়েকজন সহপাঠী অচেতন অবস্থায় আবরারকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আবরারের মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য ২ ছাত্রলীগ নে...