ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বুয়েট ছাত্র আবরার ফাহাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে ছাত্র জনতার ঢল নামে।
বুধবার (৮ অক্টোবর) ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বানে দুপুর সোয়া বারোটার দিকে এ জানাজা সম্পন্ন হয়।
এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের আগে উপস্থিত ছাত্রজনতার উদ্দেশে আখতার বলেন, আবরারকে যখন মারা হয় তখন তার মুখ বেঁধে রাখা হয়েছিল। আবরার হয়ত বাঁচতে চেয়েছিল কিন্তু খুনিরা তাকে বাঁচতে দেয়নি। আবরারের আদর্শকে ধারণ করে আমরা তাকে বাঁচিয়ে রাখব। আবরারের খুনিদের বাঁচাতে কোনো ধরনের টালবাহানা করলে ছাত্র সমাজ তার সমুচিত জবাব দেবে বলেও জানান তিনি।
মিছিলে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ সাধারণ শিক্ষার্থীরা। নামাজ শেষে আবরারের প্রতীকী মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল করার কথা রয়েছে।