আবরার হত্যা মামলায় অমিত সাহা গ্রেফতার

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 09:31:35

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারের বাইরে থাকা অমিত সাহাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার অমিত সাহা বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অমিত সাহাকে মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে সেই সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন তখন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেছিলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনে অমিত সাহাকেও আইনের আওতায় আনা হবে।

অমিত সাহাকে নিয়ে এ পর্যন্ত আবরার হত্যা মামলায় মোট ১৪ জনকে গ্রেফতার করলো পুলিশ।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠিরা।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ১২ আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেফতার ১৪ জনই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী।

এ সম্পর্কিত আরও খবর