ভিসির সঙ্গে আলোচনায় থাকছে না ছাত্রলীগ

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 22:42:27

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের বৈঠক কিছুক্ষণের মধ্যে শুরু হবে। 

শুক্রবার (১১ অক্টোবর) বুয়েটের অডিটোরিয়ামে বিকাল ৫ টার এ বৈঠকে ছাত্রলীগের কেউ থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা।

বৈঠকের আগে বুয়েটের বিভিন্ন আবাসিক হলের আন্দোলনরত শিক্ষার্থীরা আলাদাভাবে বৈঠক করবে। আবাসিক হলগুলোর প্রতিনিধিরা সবাই মত দিয়েছেন ছাত্রলীগের কোন কর্মী বা নেতা ভিসির সঙ্গে বৈঠকের সময় থাকতে পারবেন না।

বৈঠকে ছাত্রলীগকে না রাখার প্রস্তাবে কেউ কেউ দ্বিমত পোষণ করলেও সবশেষ ভিসির সঙ্গে মিটিংয়ে ছাত্রলীগকে না রাখার সিদ্ধান্ত হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল গেট তালাবদ্ধ করে পকেট গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষ প্রবেশ করতে দেওয়া হচ্ছে। গণমাধ্যমকর্মীদের প্রবেশেও তারা কড়াকড়ি আরোপ করেছে।

এই মিটিংয়ে আন্দোলনরত ছাত্রদের ১০ দফা দাবিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর