সব ছাত্র সংগঠনের অফিস সিলগালার সিদ্ধান্ত বুয়েটের

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 01:59:40

প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ছাত্র সংগঠনের অফিস সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বুয়েটের আবাসিক হলগুলোতে যারা অ বৈধভাবে অবস্থান করছেন, তাদের সিট খালি করা ও সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিস রুম বন্ধ করে তা সিলগালা করার জন্য ছাত্রকল্যাণ পরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শনিবার থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী ছাত্র রাজনীতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিন ভঙ্গের দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ এলে, ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ৫ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী।

এ ঘটনায় আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে সোমবার রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দাযের করেন।

এদিকে, আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন।

আরও পড়ুন:

আবরারকে পেটানোর কক্ষে চাপাতি ও স্ট্যাম্প

আবরার হত্যা: শিক্ষার্থীদের প্রকাশিত ভিডিও ফুটেজে যা দেখা গেল

বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

আবরার হত্যা: বুয়েট ছাত্রলীগের সা.সম্পাদকসহ বহিষ্কার ১১

আবরার হত্যা: ১০ আসামি ৫ দিনের রিমান্ডে

আবরার হত্যা: আরও ২ ছাত্রলীগ নেতা আটক

আবরার হত্যা: সন্দেহভাজন ছয়জন, আটক ৪

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজে ১৮ জন শনাক্ত

আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস!
আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

আবরার হত্যার প্রতিবাদে ঢাবিতে কালো পতাকা মিছিল

আবরার হত্যাকাণ্ড: আসামি জেমির বাবা-মা কারও সঙ্গে কথা বলছেন না

ছাত্র রাজনীতি নিষিদ্ধে একমত নয় ছাত্রলীগ

আবরার হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায় জাতিসংঘ

আবরার হত্যা: আসামিপক্ষের আইনজীবীকে বহিষ্কার করল বিএনপি
কুষ্টিয়ায় আবরারের বাড়িতে যাচ্ছেন বুয়েট ভিসি

‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল বুয়েট ক্যাম্পাস

আবরার হত্যার প্রতিবাদে জবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

আবরার হত্যার ঘটনায় যুক্তরাজ্য বিস্মিত

আন্দোলন স্থগিত, সোমবার হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা

বুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধে বিজ্ঞপ্তি

র‌্যাগের অভিযোগ জানাতে ওয়েব পোর্টাল খুলবে বুয়েট

এ সম্পর্কিত আরও খবর