বিইউতে অনুধাবন ও ফলাফলমুখী শিক্ষা নিয়ে সেমিনার

, ক্যাম্পাস

বার্তা ডেস্ক | 2023-08-13 18:23:53

‘অনুধাবন এবং ফলাফলমুখী শিক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ)। সম্প্রতি ইউনিভার্সিটির টেক ল্যাবে সেমিনারটি অনুষ্ঠিত হয় বলে বিইউ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, ফলাফলমুখী শিক্ষা একটি অভীষ্ট লক্ষ্যভিত্তিক শিক্ষাব্যবস্থা। যেখানে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্ট শিক্ষাস্তর সমাপনান্তে বিশেষ যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হয়। স্বকীয় মূল্যায়ন বিবরণী ফলাফলমুখী শিক্ষাক্রমের ওপর ভিত্তি করে প্রণীত হলে, তা আইইবি অ্যাক্রিডিটেশন প্রাপ্তিতে বিভাগকে সক্ষম করে তুলবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউ’র পরিচালক ইঞ্জি. কাজী তাইফ সাদাত। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিইউ’র উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, বিইউ’র ট্রেজারার কামরুল হাসান, বিইউ’র সিএসই এবং ইইই বিভাগের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা।

এ সম্পর্কিত আরও খবর