জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট-৩ বাণিজ্য শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ শওকত জাহাঙ্গীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মোট ৬১০টি আসনের বিপরীতে সর্বমোট ২০ হাজার ৩০৭ জন আবেদনকারীর মধ্য থেকে ৯৬% অর্থাৎ ১৯ হাজার ৪৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মেধানুসারে স্থান ও প্রাপ্ত স্কোর উল্লেখ করে ফলাফল প্রকাশ করা হয়েছে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.jnu.ac.bd ) পাওয়া যাবে।
এছাড়াও ফলাফলে মোট ৬১০ জন পরীক্ষার্থীর মেধা ও পছন্দক্রম অনুযায়ী রোল নাম্বারের পাশে বরাদ্দকৃত বিভাগ উল্লেখ করা হয়েছে। তারা বরাদ্দকৃত বিভাগে ভর্তি হতে পারবে। ভর্তির বিস্তারিত সময়সূচী খুব শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার (ইউনিট-৩) লিখিত ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হয়।