মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

ভর্তিযুদ্ধ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 18:26:38

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

১০০ নম্বরের পরীক্ষায় ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ জন। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ জন ও মেয়ে পরীক্ষার্থী ২৬ হাজার ৫৩১ জন।

অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানানো হবে। 

গত ১১ অক্টোবর (শুক্রবার) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে। আগে আট পৃষ্ঠার প্রশ্ন থাকলেও এ বছর ছিলো দুই পৃষ্ঠার প্রশ্নপ্রত্র। প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র ছিল ভিন্ন।

এবছর ৩৬টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৬৮টি ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৩৩৬টি আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে মোট ৬৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর