রাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 07:57:24

কোনো প্রকার জালিয়াতি ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার (২২ অক্টোবর) ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তারা।

পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০টি আবেদন জমা পড়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৬ জন ভর্তিচ্ছু।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd/undergraduate) পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর