ছাত্রদলের নতুন কাউন্সিলের মধ্য দিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের হাতে পরপর দুবার হামলার শিকার হয়েছেন তারা। তবুও নিয়মিত ক্যাম্পাসে আসছেন এবং শোডাউন দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সর্বশেষ রোববার (২০ অক্টোবর) মধুর ক্যান্টিনে হামলার শিকার হয় ছাত্রদল। এতে প্রায় পাঁচ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন দিতে দেখা যায় ছাত্রদলকে। শোডাউনটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন হয়ে শ্যাডোর পাশ দিয়ে রোকেয়া হল অতিক্রম করে টিএসসির ডাচে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহীর সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।
ছাত্রদল সূত্রে জানা যায়, হামলা মাথায় নিয়েই ক্যাম্পাসে আসেন তারা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব ধরণের হামলা-মামলা ও হয়রানি সহ্য করবেন তারা। তবে এদিন ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত থাকতে দেখা যায়।