মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব মােঃ মাকসুদুর রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জি:/সম্মান), বিবিএ. ও বি-ফার্ম, প্রফেশনাল প্রােগ্রামে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ২২ ও ২৩ নভেম্বরের পরিবর্তে ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০:৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, বিকাল ৩ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা নেয়া হবে।
৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০:৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা, বিকাল ৩ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।