কাঁথা-বালিশ নিয়ে উপাচার্যের বাসভবনে গণরুম শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-19 23:20:58

গণরুম সংকটের দৃশ্যমান কোনো সমাধান না পাওয়ায় কাঁথা-কম্বল-বালিশ নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুমের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নেন।

উপাচার্যের ভবনের সামনে অবস্থান নেন গণরুমের শিক্ষার্থীরা
স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে গণরুমের শিক্ষার্থীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এ সময় শিক্ষার্থীদের হাতে 'ছাত্র অধিকার মুক্তি পাক, অত্যাচারী নিপাত যাক', 'মানি না মানব না, দাবির লড়াই ছাড়ব না' ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, 'আমরা আমাদের দাবি আদায়ে সব ধরনের চেষ্টা করেছি। শুরু থেকে মানববন্ধন করেছি। পরে উপাচার্য থেকে শুরু করে সবাইকে আশু সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু আমরা আশ্বাসই শুনেছি, কোনো ধরণের দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। তাই আজ কাঁথা-কম্বল, বই নিয়ে এখানে অবস্থান নিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর