শহীদ মিনারে শুরু 'শতকণ্ঠে বঙ্গবন্ধু'

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 05:35:41

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শত শিল্পীর আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনায় শুরু হয়েছে 'শতকণ্ঠে বঙ্গবন্ধু'।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ অনুষ্ঠানটি আয়োজন করে।

শহীদ মিনারে 'শতকণ্ঠে বঙ্গবন্ধু' অনুষ্ঠানের পোস্টার
শহীদ মিনারে 'শতকণ্ঠে বঙ্গবন্ধু' অনুষ্ঠানের পোস্টার, ছবি: সংগৃহীত

সংসদের সভাপতি তানজিন আল আলামিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন।'

জানা গেছে অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি, সমবেত কণ্ঠে আবৃত্তি, ছড়া গান ও নৃত্য পরিবেশিত হবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

আয়োজনটিতে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম।

এ সম্পর্কিত আরও খবর