শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত সিলেট অঞ্চলের ১১তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব। অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জন করেন সিএসই বিভাগের শিক্ষার্থী একেএম ফখরুল হোসেন, তৃতীয় স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী আবু হোসেন রাফি।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অলিম্পিয়াডে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
সিলেট অঞ্চলের অধীনে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার স্নাতক পর্যায়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধায়নে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে শাবিপ্রবির গণিত বিভাগ এ অলিম্পিয়াডের আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক মো. শাহ নুরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং সহযোগী অধ্যাপক ড. মো. মুস্তাক আহমেদ প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওয়াহিদুজ্জামান অনিক, পঞ্চম স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী তাজনিদুর রহমান, ষষ্ঠ স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম, সপ্তম স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী দীন মোহাম্মাদ, অষ্টম স্থান অধিকার করেন সিএসই বিভাগের শিক্ষার্থী প্রীতি মুখার্জী, নবম স্থান অধিকার করেন ইইই বিভাগের শিক্ষার্থী মোসলেমা আক্তার এবং দশম স্থান অধিকার করেন গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান।
উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ে এই অঞ্চলের দশজনসহ বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সর্বোচ্চ ৮০ জন প্রতিযোগী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আগামী ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।