শাবিপ্রবিতে ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে

, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 13:53:27

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় সব সময় সতর্ক অবস্থায় রয়েছে। আগামী ১২ নভেম্বর থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। শিক্ষার্থীরা মাদকাসক্ত কিনা তা জানার জন্য এই প্রথম ভর্তির সময় ডোপ টেস্ট করা হবে।’

তিনি বলেন, ‘ডোপ টেস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া মাদকাসক্ত শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে। যারা মাদকাসক্ত তাদেরকে ভর্তির সুযোগ দেয়া হবে। তবে তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।’

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে ত্রিদেশীয় সোস্যাল ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম ‘ল্যাম্প’ এর জন্য নির্বাচিত শিক্ষার্থী নাদিয়া বেগম ইমাকে মনোনয়নপত্র তুলে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

এ সময় উপাচার্য আরও বলেন, ‘নতুন কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হলে তাদের অভিভাবককে তা জানানো হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কাউন্সিলিং ও অন্যান্য সহযোগিতা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সামিউল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর