৩ দাবিতে উত্তাল বেরোবি, মহাসড়ক অবরোধ

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 09:38:39

তিন দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো- আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুযোগ প্রদান; বিগত সময়ে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িতদের ভর্তি সংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত রাখা ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধও করে রাখেন তারা। এতে দীর্ঘ সড়কে যানজটের সৃষ্টি হয়। এখন পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, এ তিন দাবি বাস্তবায়নে প্রশাসনের প্রতিশ্রুতি না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এখন যদি সিদ্ধান্ত পরিবর্তন করা লাগে তাহলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে আবার বসতে হবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। আমরা আলোচনায় বসেছি। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।'

এ সম্পর্কিত আরও খবর