জাবিতে ফের হল খালির নির্দেশ, মাঠে থাকার ঘোষণা আন্দোলনকারীদের

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 08:39:09

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সব ধরনের চাপ উপেক্ষা করে আন্দোলনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বার্তাটোয়েন্টিফোর.কম-কে হল খালি করার নির্দেশনার বিষয়ে নিশ্চিত করেন।

অধ্যাপক বশির আহমেদ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল দোকান বন্ধ থাকবে। এছাড়া সাড়ে ৩টার মধ্যে হল সকল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও হলে অবস্থান করলে প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।'

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, 'গতকাল হলে তালা মেরে বন্ধ করে রাখা হয়েছিল, যাতে করে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করতে না পারেন। আমরা এ আচরণের তীব্র নিন্দা জানাই। অধ্যাপক ফারজানা ইসলাম কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর হামলা করে ক্ষমতায় থাকতে পারবেন না।'

এ সম্পর্কিত আরও খবর