প্রতিবাদী গানে উপাচার্যের অপসারণ চাইলেন আন্দোলনকারীরা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 19:31:09

'আমরা করব জয়', 'আলু বেচো, ছোলা বেচো' 'আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া স্বপ্নের ঐ পাখি ধরতে চাই' এমন নানা প্রতিবাদী গানের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবি করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের বাসভবনের সামনে এ গানের আসর শুরু হয়।

চলমান আন্দোলনে সংহতি জানিয়ে কনসার্টে গান পরিবেশন করেন সিনা হাসান, আহমেদ হাসান সানী, তুহিন কান্তি দাস, নাইম মাহমুদ ও মূইজ মাহফুজ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে সেখানে বিভিন্ন গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে কনসার্ট মুখর করে তোলেন আন্দোলনকারীরা।

এ সম্পর্কিত আরও খবর