চবি রাজনীতি বিজ্ঞানের সুবর্ণ জয়ন্তী ৬-৭ ফেব্রুয়ারি

বিবিধ, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 10:53:43

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী আগামী ৬-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ নভেম্বর) সকালে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুবর্ণ জয়ন্তীর নিবন্ধন কার্যক্রম আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। দুই দিনের আয়োজনে শোভাযাত্রা, সেমিনার, স্মৃতিচারণার মাধ্যমে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হবে চবি ক্যাম্পাস।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. আনোয়ারা বেগম, উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. ভূইয়া মনোয়ার কবির, প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, প্রফেসর ড. মাহফুজ পারভেজ, প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দীন।

সুবর্ণ জয়ন্তীর প্রচার উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহফুজ পারভেজ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, এ উপলক্ষে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসব উপ-কমিটিতে বিভাগের সকল শিক্ষক ও লিয়াজোঁ কমিটিতে প্রাক্তন সিনিয়র গ্র্যাজুয়েটগণ অন্তর্ভুক্ত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর