পরিবহন শ্রমিকদের আকস্মিক ধর্মঘটের মধ্যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুই শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন পরিবহন ধর্মঘট থাকায় শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে পরীক্ষা ১ ঘণ্টা পিছিয়ে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রথম শিফট ও দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেয়া হয়।
ভর্তি পরীক্ষার মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব এস এম হাফিজুর রহমান জানান, ‘ডি’ ইউনিটে ১২ হাজার ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৮৮৯ জন।
এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বহিষ্কৃতরা হল- নুসরাত জাহান, রোকনুজ্জামান ও নুরুল হায়দার রাশেদ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে গৃহীত সকল প্রকার পরীক্ষা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
সর্বশেষ ই-ইউনিটের পরীক্ষা বৃহস্পতিবার (২১ নভেম্বর) পূর্ব নির্ধারিত সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।