যবিপ্রবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি, বিপাকে শিক্ষার্থীরা

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, যশোর | 2023-08-24 22:19:03

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে অসঙ্গতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে পরীক্ষাটি।

জানা যায়, প্রশ্নপত্রে ৩ নং দিয়ে দুইটি প্রশ্ন ও ৩ নং এর শেষের প্রশ্নটি ৫ নং দাগে আরো একবার দেয়া হয়েছে। এজন্য প্রশ্নপত্রে ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও রয়েছে ৮১টি। ফলে, পরীক্ষা শুরুতেই পরীক্ষার্থীরা বেশ বেকায়দায় পড়েন। অনেকে না বুঝে এমআরও শিট পূরণ করেন। যারা প্রথম তিনটি প্রশ্ন বাদে সব প্রশ্ন ভুল উত্তর দিয়েছেন।

প্রশ্নপত্রে ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও রয়েছে ৮১টি।

দিনাজপুর থেকে পরীক্ষা দিতে আসা মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমার প্রস্তুতি বেশ ভাল ছিলো। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে শেষ পর্যন্ত পরীক্ষা ভালো হয়নি। বিষয়টি আমি প্রথমে বুঝতে পারিনি। যখন বুঝেছি তখন ৬০টির বেশি প্রশ্নের উত্তর ভুল পূরণ করা হয়ে গেছে। ভুলের বিষয়টি পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকদের জানিয়েছে। কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেননি।’

আরেক পরীক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘প্রশ্নপত্রে এমন ভুল দেখে কি করবো বুঝতে পারছিলাম না। শিক্ষকদের বিষয়টি জানালেও তারা কোনো কিছু বলেননি। পরে সবগুলোর উত্তরই দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমি শুনেছি প্রশ্নপত্রে একই প্রশ্ন দুইবার হয়েছে। এটা বড় কোন সমস্যা না। তবে এই ভুলের কারণে যদি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় তবে শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে ভুল প্রশ্নের জন্য নাম্বার পাবেন পরীক্ষার্থীরা।’

এ সম্পর্কিত আরও খবর