শাবিপ্রবিতে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:38:58

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ঢাকায় অবস্থিত জার্মান এম্বেসি এবং জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর উদ্যোগে সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল)।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা মারজানা রাজ্জাকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন আইএমএল এর পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর।

অতিথির বক্তব্যে পিটার ফারেনহোল্টজ বলেন, একটি জেনারেশন বাংলাদেশ অনেক উন্নয়ন করেছে। বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার প্রবণতার হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী এবং গবেষক হিসেবে জার্মানিতে অনেক জনবল প্রয়োজন। এ বছরই বাংলাদেশ থেকে ১২শ’র মত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি দিয়েছে। জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে যাওয়ার ক্ষেত্রে যে কাউকে এম্বেসি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান তিনি।

সেমিনারে জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি) এর বাংলাদেশ প্রতিনিধি রুমানা কবির এবং বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক কর্মকর্তা তামারা কবির।

এ সম্পর্কিত আরও খবর