ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ফাহিমা খাতুন।
বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব সৈয়দ আলী রেজার স্বাক্ষরে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর এবং বিজয়নগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
জানুয়ারি থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে।