‘বাংলাদেশ বিশ্বে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ’

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-09 15:20:09

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বর্তমান সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত অর্থনীতির দেশে পরিণত করতে কর্ম-পরিকল্পনা প্রণয়ন করেছে। এর রূপকল্প অনুযায়ী গৃহীত কর্মসূচির ফলে বাংলাদেশ বিশ্বে অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ।’

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত একাদশ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বতর্মান সরকার উচ্চ শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে কাজ করছে। গবেষণা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় মূলত সনদ প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। যা মোটেও কাম্য নয়। নিত্য নতুন গবেষণার মাধ্যমে দেশ এগিয়ে যাবে, এর ফলে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে। এটিই আমাদের সকলের কাম্য।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষানীতির মূল আদর্শ হলো দেশের নতুন প্রজন্মকে মানবিকবোধ সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে পরিবেশ আমাদের কাঙ্ক্ষিত আদর্শ পূরণের জন্য খুবই অনুকূল একটি পরিবেশ। এই পরিবেশে লালিত পালিত স্নাতকগণ ভবিষ্যতে সোনার বাংলাদেশ গঠনে সক্ষমতার পরিচয় দেবে।’

গ্রাজুয়েটদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, ‘বিশ্ব নজিরবিহীনভাবে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে আপনাদের খাপ খাওয়াতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন ও রোবট প্রযুক্তির ফলে জগতটির চেহারা কিন্তু দ্রুতই পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি নিতে হবে। শিক্ষাজীবন শেষ করে স্নাতকদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। তাদের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করে ভালো চাকরি পাবো কিনা সেই বিষয়ে।’

তিনি বলেন, ‘শিক্ষার উদ্দেশ্য হলো যে কোন পরিস্থিতি মোকাবেলা, দক্ষতা অর্জন করা ও আত্মবিশ্বাসী হওয়া। যে শিক্ষা আমাদের আত্মবিশ্বাসী করতে পারে না, সমস্যা সংকট মোকাবিলায় দক্ষতা দান করে না। চিন্তা করতে শেখায় না, ভাবতে হবে সেখানে শিক্ষার উদ্দেশ্য সফল হয়নি।’

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও নাট্যজন মলয় কুমার ভৌমিক।

এর আগে বিকেল ৩টায় হেলিকপ্টারযোগে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের মাঠে অবতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে উপাচার্যের বাসভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর