বিজয় মাস উপলক্ষে ঢাবিতে বর্ণাঢ্য র‌্যালি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 01:44:25

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় র‌্যালি শেষে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলুন ও পায়রা উড়িয়ে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিজয় র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি টিএসসি হয়ে সাোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বর গিয়ে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ডাকসু’র ভিপি নুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান আলোচনা সভা পরিচালনা করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের উদ্যোগ জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

এ সম্পর্কিত আরও খবর