ইবিতে মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক ‘শেফালীর মা’

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 00:23:37

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক ‘শেফালীর মা’ প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ক্যাম্পাসের ডায়না চত্বরে নাটকটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)। বিজয়ের মাসকে সামনে রেখে এ নাটকের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের নাট্যকর্মী নিশাত ঊর্মির নির্দেশনায় নাটকটিতে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাসহ রাজাকার, আল-বদরদের বর্বরতা ও পরবর্তীতেও তাদের দৌরাত্ম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরাঙ্গনাদের স্বাধীন দেশের প্রতি যে আর্তি তা সুন্দরভাবে তুলে ধরা হয়।

তরুণ নাট্যকার শাহরিয়ার হোসেনের রচনায় নাটকটিতে কুশীলব হিসেবে ছিলেন- শেফালীর মা চরিত্রে শারমিন সুমি, কুলছুম (শেফালী), অনি আতিকুর রহমান (শেফালীর বাবা), পিয়াস (রাজাকার), মুঈদ (অবনী কাকা), মোসাদ্দেক (নিখিল), জয়সহ (চামচা) অন্যান্যরা।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের অর্থ সম্পাদক অনি আতিকুর রহমানের তত্ত্বাবধায়নে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, উপদেষ্টা গাউসুল আজম রিন্টু, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর