ইসলামী বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 18:52:52

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) ক্যাম্পাসের ক্রিকেট মাঠ সংলগ্ন পেয়ারাতলায় এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

'আমার জেলায় আমার পেশায় আমিই সেরা' শীর্ষক এ বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ জেলাকে রম্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এ সময় প্রশ্ন-তর্কে বিভিন্ন পেশার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারা নিজ নিজ অঞ্চলকে তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক শাহাদাত হোসেন নিশানের উদ্যোগে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

অঞ্চলভেদে প্রতিযোগীরা হলেন- আজিজুল হক পিয়াস (নোয়াখালী), মাহদী হাসান (চাঁপাইনবাবগঞ্জ), রায়হান কবির (চট্টগ্রাম), জান্নাতুল ফেরদাউস নিলা (পুরান ঢাকা), সোহান সাদিক (বগুড়া), রাশেদ মুরাদ (বরিশাল), বিন্দু (কুষ্টিয়া) ও সাজেদা আক্তার জলি(রংপুর)।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এরপর অতিথিদের সাথে বিতর্ক প্রতিযোগীদের ফটোসেশনের মাধ্যমে রম্য বিতর্কের অনুষ্ঠান শেষ হয়।

 

 

এ সম্পর্কিত আরও খবর