নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন আগামীকাল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ফলাফল প্রকাশ করা হবে বিকাল ৫টায়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।
মোট ১১টি পদে আওয়ামীপন্থী দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামীপন্থী প্যানেল দুইটি হলো নীল দল এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ।
নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে পুরো ক্যাম্পাস জুড়ে চলছে প্রচার প্রচারণা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্বাচনী প্রচারণা চালায় নীল দল এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রার্থীরা। এসময় তারা ভোটারদের সামনে তাদের বিগত উন্নয়নের কথা তুলে ধরেন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দেন।
নির্বাচনে স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ড. আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি পদে এন ইস্কান্দার শাহজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শুভ ভৌমিক, কোষাধ্যক্ষ পদে, কৌশিক চন্দ্র হাওলাদার, প্রচার সম্পাদক পদে শামীমা ইয়াসমিন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে, সুজিত চন্দ্র পাল, কার্যকরী সদস্য হিসেবে আফসানা মৌসুমী, মো. মাসুম মিয়া,ওয়ালিউর রহমান আকন্দ বিপুল,মো. অহিদুর রহমান সুমন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও নীল দল থেকে সভাপতি পদে এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান, সহ-সভাপতি পদে ড. মো. আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. মো. শহীদ সারোয়ার, প্রচার সম্পাদক পদে ড. আরাধন সরকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মো. মুহাইমিনুল ইসলাম সেলিম এবং কার্যকরী সদস্য হিসেবে ড. ফিরোজ আহমেদ, তনিমা সরকার, এ কিউ এম সালাউদ্দীন পাঠান, সাহানা রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।