ঢাবিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 21:41:01

১৯৭১ সালের এইদিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে কয়েকশ কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে পাকিস্তানি নরপিশাচরা। মৃতদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী।

তাই দিনটিকে আড়ম্বরপূর্ণ ভাবেই পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনে উত্তোলন করা হয় কালো পতাকা। এরপর সকালে শিক্ষক শিক্ষার্থীরা জমায়েত হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সেখান থেকে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থান, জগন্নাথ হলে স্মৃতিসৌধ এবং বিভিন্ন আবাসিক হলের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

টিএসসি মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা

পরে সকাল ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শহীদদের স্মরণে আয়োজন করা হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বুদ্ধিজীবীরা একটি অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন স্বাধীন দেশ গড়তে চেয়েছিলেন। বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তান ও তাদের দোসররা ১৪ ডিসেম্বরের এ নারকীয় হত্যাকাণ্ড চালায়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড মুহাম্মদ সামাদ, রেজিস্টার এনামুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবায়াতুল ইসলাম, ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রমুখ।

এছাড়া দুপুরে বাদ জোহর মসজিদ এবং উপসানালয়ে শহীদদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর