আগামী বছরের জানুয়ারিতে দমদমা বধ্যভূমির সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. নাজমুল হাসান বলেন, দমদমা বধ্যভূমি মুক্তিযুদ্ধে গণহত্যার নীরব সাক্ষী। রংপুর অঞ্চল এবং বিশ্ববিদ্যালয়ের এ ঐতিহাসিক স্থানটি সংস্কার করা জরুরি। তাই ২০১৯-২০ অর্থবছরেই (জানুয়ারি থেকে) এর সংস্কার কাজ শুরু হবে। সংস্কার ও সংরক্ষণে জন্য ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মো. আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।