বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে প্রথমেই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম প্রদান ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় তাদের কার্যক্রমের সূচনা।
পরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির প্লাটুনে (কক্ষে) পিইউও এ কিউ এম সালাউদ্দিন পাঠান ও আসমা তালুকদারের নেতৃত্বে ক্যাডেটদের জন্য 'বীরশ্রেষ্ঠ কর্নার' ও 'সেক্টর কমান্ডার কর্নার' উন্মোচন করা হয়।’ এতে নোবিপ্রবি বিএনসিসির ক্যাডেটরা অংশগ্রহণ করে।
এ সময় পিইউও সালাউদ্দিন পাঠান বলেন, ‘কর্নার দু’টি ক্যাডেটদের ভেতর দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ ক্যাডেটদের সর্বদা অনুপ্রেরণা যোগাবে।’