খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) থেকে ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে। যা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
ওই অফিস আদেশে বলা হয়, শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি এবং অফিসসমূহ আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে শীতকালীন ছুটিতে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে কি না, সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার।