ইবির ১৩১ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:33:05

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩১ জন দরিদ্র শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। আগামী ২ বছরের জন্য এসব শিক্ষার্থীদেরকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সভাকক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের পাশাপাশি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিজেডএম'র মহাব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, যাকাত ধর্মীয় প্রক্রিয়ায় সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সিজেটএম মেধাবী শিক্ষার্থীদের জন্য যে অবদান রাখেছে, তা আমি সাধুবাদ জানায়।

এ সম্পর্কিত আরও খবর