আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আন্দোলন সংগ্রামের অবিনাশী গান বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। কর্মসূচিগুলোর মধ্যে থাকবে-
৪ জানুয়ারি (শনিবার) ২০২০ সকাল ৬টা ৩০ মিনিটে সাংগঠনিক ইউনিটে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ; সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা।
৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি; ৭ জানুয়ারি সকালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।