একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতিকে (৩০ ডিসেম্বর) ‘গণতন্ত্রের বিজয় দিবস’ আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে লেকচার থিয়েটার ভবনের সামনে দিয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয় ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহীম এবং দক্ষিণের সভাপতি সাইদুর রহমান হৃদয়সহ কয়েকশ নেতাকর্মী।
সমাবেশে সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে জননেত্রী শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো সুযোগ দিয়েছে। যার ফলে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই দিনটি যেমনি আওয়ামী লীগের কাছে গণতন্ত্রের বিজয় দিবস, তেমনি ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসাবে আমরা এর অংশীদার।
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সেদিন শেখ হাসিনার বিজয় না হলে সন্ত্রাস, দুর্নীবাজ, স্বাধীনতাবিরোধীরা জয়ী হতো। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে উদযাপন করেছি।