ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) উইন্টার সেশনে ভর্তিমেলার আয়োজন করেছে। এ মেলায় অনার্স ও মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাচ্ছে পরিবারের আয়ের ভিত্তিতে টিউশন ফি নির্ধারণের সুযোগ।
বুধবার (১ জানুয়ারি) থেকে মেলা শুরু হয়েছে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেলা ১১ টায় ইউডার প্রকৌশল অনুষদ ভবনে মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)- এর উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ।
এসময় রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফফাত কায়েস চৌধূরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়্যারমান, শিক্ষক, কর্মকর্তা ও ইউডার ছাত্রসংসদ প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউডার উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ বলেন, আমরা নানা দিক থেকে অদম্য মেধাবী অথচ গরীব এমন শিক্ষার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছি, যাতে তারা এ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।