ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ওই হল ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল রাবেয়াকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালসাবিল রাবেয়াকে (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িক বহিষ্কার করা হলো।
এর আগে রোববার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। শাড়িগুলো বিতরণ হল শাখার বর্তমান সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন ও সালসাবিল রাবেয়ার ঝামেলা হয়। এতে একপর্যায়ে দু’জনের পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাপিয়া আক্তার নামে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীসহ দু’জন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।