কুবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ইবি প্রেসক্লাবের নিন্দা

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 20:57:31

ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা দৈনিক বিজনেস বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিনিধি সজিব বণিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান ইবি প্রেসক্লাবের সভাপতি সোহাগ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক শাহাদাত তিমির।

বিবৃতিতে তারা বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এটি ছাড়া রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। আর এই সংবাদপত্রের কারিগর সাংবাদিকের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। আমারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জানা যায়, গত ৪ জানুয়ারি রাতে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আসন (সিট) নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সজিব বণিককে রড-লাঠি দিয়ে মারধর করেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুনতাসির হৃদয়, হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ খলিফা, ইমতিয়াজ শাহরিয়ার, ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ, মুক্তার হোসাইন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা সজিব বণিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ সম্পর্কিত আরও খবর