ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-06-16 22:25:53

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ করার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বাকৃবি শাখার সভাপতি সবুজ কাজী বলেন, ধর্ষণ ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা চাই যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যারা ধর্ষণ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক।

সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের শাস্তি খুব বিলম্বিত হয়। আমরা চাই, যেন এই ধর্ষণের শাস্তি অনেক দ্রুত হয়। এমন শাস্তি হয় যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে একই দাবিতে শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

এ সম্পর্কিত আরও খবর