রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় কুশপুতুল দাহ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও মুক্তমঞ্চের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও মুক্তমঞ্চের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন। এসময় শিক্ষার্থীরা মানববন্ধনে ধর্ষণ বিরোধী ও তাদের সহপাঠীর ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে বক্তব্য রাখেন। পরে বেলা ১২টা ৩০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ধর্ষকের কুশপুতুল দাহ করেন।
এ সময় শিক্ষার্থীরা ধর্ষকের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট (ধর্ষককে ফাঁসি দাও)’, ‘এই ধর্ষণ উপত্যকা আমার দেশ নয়’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।