দেশের প্রথম জুরিস্টিক ক্লিনিকের যাত্রা ইবিতে

, ক্যাম্পাস

রাশেদ রহমান, ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:59:09

আইন শিক্ষার্থীদের ইন্টার্নশীপ (শিক্ষানবিশ) কার্যক্রমের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আইনি পরামর্শ ও প্রয়োজনীয় ক্ষেত্রে আইন সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুরিস্টিক ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই প্রথম ইবিতে জুরিস্টিক ক্লিনিক বা আইন সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। যা অন্যান্য আইন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে প্রশাসন ভবনের সভা কক্ষে জুরিস্টিক ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. সেলিম তোহা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. রেবা মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

জুরিস্টিক ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক অধ্যাপক ড. জহুরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবহারিক আইন শিক্ষা পদ্ধতি চালুর প্রত্যয়ে প্রথম জুরিস্টিক ক্লিনিকের ধারণা। এর মাধ্যমে দেশের দরিদ্র, আইনি অজ্ঞ মানুষও আইনি পরামর্শ ও সহায়তা পাবেন। যা জাতীয় পর্যায়ে আইন সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখবে বলে আশা করি।’

এ সম্পর্কিত আরও খবর