সাংবাদিকদের ওপর হামলা: দুজনকে বহিষ্কারের সুপারিশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:57:45

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় দুজনকে ছয় মাস করে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, সাংবাদিকরা আমাদের সহযোগী। তারা বিভিন্ন কাজে ক্যাম্পাসে আমাদের সহায়তা করে। তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগকারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্নভাবে তদন্ত করি। তদন্ত করতে গিয়ে আমরা অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করি। এতে দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের আমরা ছয় মাস করে বহিষ্কারের সুপারিশ করেছি।

তাদের নাম জানতে চাইলে প্রক্টর বলেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবে সিন্ডিকেট সভায়। চূড়ান্ত হলেই আমরা নাম প্রকাশ করব।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন তিন সাংবাদিক। তাদের মধ্যে সাংবাদিক সমিতির সদস্য আনিসুর রহমান গুরুতর আহত হন। তার হাতের ফোনও কেড়ে নেয় আক্রমণকারীরা। সে ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। যেখানে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর