ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজুভাস্কর্যে ডাকা আমরণ অনশন শীত উপেক্ষা করেও অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) দিবাগতরাত সাড়ে তিনটার দিকে সরেজমিন দেখা যায়, রাজুভাস্কর্যে তাঁবু টানিয়ে শিক্ষার্থীরা শুয়ে এবং ঘুমিয়ে থেকে অনশন করছেন। অনেকে দুর্বল হয়ে পড়েছেন বলেও দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে অনশনের একদিন অতিবাহিত হতে চললেও কোনো আশ্বাস পাননি আন্দোলনকারীরা। তাই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এরআগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ পরিবর্তন করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি ষড়যন্ত্রের খেলায় নেমেছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। নির্বাচন কমিশন একটি অলিখিতভাবে যুদ্ধ ঘোষণা দিয়েছে। কমিশনের অনেক কর্মকর্তাদের মাঝে সাম্প্রদায়িকতার বীজ নিহিত রয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক দাবি করে তিনি বলেন, এই আন্দোলন অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার।