ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজুভাস্কর্যে আমরণ অনশন পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে রাজুভাস্কর্যে শিক্ষার্থীদের দেখতে আসেন ভিসি।
এ সময় তিনি যতদ্রুত সম্ভব নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের দাবি জানিয়ে বলেন, ‘এটি কোনো পবিত্র ধর্মগ্রন্থের নির্ধারিত তারিখ নয় যে যেটা পরিবর্তন করা সম্ভব না। আমাদের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনাদ্বারা উজ্জীবিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি।’
নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে। যদি কোনো বাধা না থাকে, তাহলে দ্রুত আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।