ঢাবিতে সপ্তাহব্যাপী 'একাউন্টিং উইক'

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম | 2023-08-27 03:53:45

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সপ্তাহব্যাপী 'একাউন্টিং উইক'। সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে একাউন্টিং উইকের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতিত্ব করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী।

সপ্তাহব্যাপী এই আয়োজনে থাকবে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, কবিতা আবৃতি, খেলাধুলা, নাচ-গান, বিজনেস প্ল্যান কম্পিটিশন, র‍্যাফেল ড্রসহ নানা ধরণের আয়োজন।

আয়োজক কমিটির আহবায়ক মমতাজ উদ্দিন জানান, আগামী ২৪ জানুয়ারি শুক্রবার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫০ বছর এবং ২৫ জানুয়ারি একাউন্টিং অ্যালামনাই এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠিত হবে। ২ দিনের এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। ৫০ বছর পূর্তির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সম্পর্কিত আরও খবর