হলে মাদকাসক্ত শিক্ষার্থীর ঠাঁই নেই: শাবিপ্রবি উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 13:16:38

মাদকাসক্ত কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকতে পারবে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় সোচ্চার। নতুন বছরে মাদকাসক্ত কাউকে হলে থাকতে দেওয়া হবে না। এছাড়া সন্দেহজনক শিক্ষার্থীদেরকে যেকোনো সময় মাদকাসক্তের পরীক্ষা করানো হবে।’

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ডাইনিং সংস্কারের পর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘নতুন শিক্ষার্থীদের ভর্তির সময় আমরাই প্রথম মাদকাসক্ত নির্ণয়ের জন্য ‘ডোপ টেস্ট’ চালু করেছি। যা সারাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমরা চাই প্রত্যেকটি শিক্ষার্থী মাদক থেকে দূরে থাকুক। সবাইকে আমরা নজরদারিতে রাখছি। সবার সহযোগিতা পেলে আমরা ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে পারব।’

তিনি আরও বলেন, ‘ভর্তি ছাড়া শিক্ষার্থীরা কোনো আবাসিক হলে থাকতে পারবে না। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করবে তারাই আবাসিক হলে থাকতে পারবে। অন্যথায় হলে কেউ থাকতে পারবে না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খলা বজায় থাকুক।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খানসহ বিভিন্ন দফতরের প্রধান, সহকারী প্রক্টর, শাহপরান হলের সহকারী প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর